ঢাকা | ফেব্রুয়ারী ১, ২০২৬ - ৩:০৪ পূর্বাহ্ন

রাবিতে কুবির বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

  • আপডেট: Sunday, February 1, 2026 - 12:11 am

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গতকাল শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বি ইউনিট ও বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় বি ইউনিটের মোট ১২ হাজার ৬২৩ জনের মধ্যে ১০ হাজার ২৮২ জন অংশগ্রহণ করে।

উপস্থিতির হার ছিল ৮১.৪৫ পারসেন্ট। সি ইউনিটের মোট ২,৮৬১ জনের মধ্যে ২,৩৪২ জন অংশগ্রহণ করে। উপস্থিতির হার ছিল ৮১.৮৬।

পরীক্ষা চলাকালে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার প্রমুখ পরীক্ষার হলসমূহ ঘুরে দেখেন। তাঁরা পরীক্ষার সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।