ঢাকা | ফেব্রুয়ারী ১, ২০২৬ - ১:৪১ পূর্বাহ্ন

রাবিতে পাখি মেলা অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, February 1, 2026 - 12:10 am

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার পাখি মেলা অনুষ্ঠিত হয়। “পাখি দেখি-পাখি ভালোবাসী-পাখি রক্ষা করি” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী চত্বরে সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলা চলে।

রাবি প্রাণিবিদ্যা বিভাগের সহযোগিতায় রাবি বার্ড কনজারভেশন ক্লাব এই মেলার আয়োজন করে। বার্ডশাহী ও ভ্যালেন্ট টেক লিমিটেড শীর্ষক দুটো প্রতিষ্ঠান এই মেলায় সহায়তা দেয়। দিনব্যাপী এই আয়োজনে ছিল পাখি দেখা প্রতিযোগিতা, পাখির চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পাখির চিত্র প্রদর্শনী, পুরস্কার প্রদান ইত্যাদি।

উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর নজরুল ইসলাম, বিভাগের প্রফেসর আমিনুজ্জামান মো. সালেহ রেজা, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১২ সাল থেকে রাবি বার্ড কনজারভেশন ক্লাব এই মেলার আয়োজন করে আসছে।