ঢাকা | ফেব্রুয়ারী ১, ২০২৬ - ২:২৯ পূর্বাহ্ন

নওগাঁয় পাঁচজনসহ সড়কে প্রাণ গেল ১০ জনের

  • আপডেট: Sunday, February 1, 2026 - 1:00 am

স্টাফ রিপোর্টার: নওগাঁর মহাদেবপুর উপজেলায় ড্রাম ট্রাকের চাপায় পাঁচজন, বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মোটরসাইকেল ও তিন চাকার যানের (ভটভটি) মুখোমুখি সংঘর্ষে দুই কৃষক, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে এক সড়ক দুর্ঘটনায় মা-ছেলে ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রধান সড়কের সাধনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক তরুণীসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর মহাদেবপুর উপজেলায় ড্রাম ট্রাকের চাপায় পাঁচজন নিহত হয়েছেনে। এতে একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নুরপুর গ্রামের মাংরা উরাওয়ের ছেলে সঞ্চু উরাও (৪৮), জুটুয়া পাহানের ছেলে বিপুল পাহান (২২), খোকা পাহানের ছেলে বীরেন (৫০) এবং মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান (২৪) এবং অনিল পাহানের ছেলে বিপ্লব (২২)। আহত সামন্ত একই গ্রামের রমেসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে দুটি ব্যাটারিচালিত চার্জার ভ্যানে করে কাঁচা হলুদ ও বেগুন নিয়ে মহাদেবপুর হাটে যাচ্ছিলেন স্থানীয় কয়েকজন কৃষক ও ব্যবসায়ী। পথে পাটকাঠি শিবপুর এলাকায় পৌঁছেলে নজিপুরগামী একটি বালুভর্তি ড্রাম ট্রাক ওই ভ্যান দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। স্থানীয়রা ভ্যানে থাকা অন্য চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। সব মিলিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে। এছাড়া সামন্ত (৩০) নামের এক ভ্যানচালক আহত হয়েছেন। মহাদেবপুর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর থেকেই ঘাতক ট্রাকের চালক পলাতক রয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মোটরসাইকেল ও তিন চাকার যানের (ভটভটি) মুখোমুখি সংঘর্ষে দুই কৃষক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল আটটার দিকে উপজেলার দাড়িয়াপুর পালপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন দাড়িয়াপুর উত্তর মণ্ডলপাড়ার কৃষক সুইট হোসেন (৫০) ও আজিজার রহমান (৫৫)। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে গ্রামের পাশের একটি আলুখেতে সেচ দিতে মোটরসাইকেলে যাচ্ছিলেন সুইট ও প্রতিবেশী কৃষক আজিজার রহমান। পথে থালতা মাজগ্রাম ইউনিয়নের দাড়িয়াপুর পালপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুজনেই ছিটকে সড়কে পড়েন এবং ঘটনাস্থলেই আজিজার রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন সুইটকে উদ্ধার করে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশ লাশ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে এক সড়ক দুর্ঘটনায় মা-ছেলে মারা গেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকাগামী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা ‘পাপিয়া পরিবহনের’ একটি লোকাল বাস থেকে ইলিয়টগঞ্জ পূর্ব বাসস্ট্যান্ডে মা-ছেলে নামেন। এ সময় মহাসড়ক পারাপারের সময় নোয়াখালী থেকে ঢাকাগামী ‘নীলাচল’ পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস এসে মা-ছেলেকে চাপা দেয়।

এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশে দাঁড়ানো একটি মিনিকাভার্ড ভ্যানে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন তাঁদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়ন দে তাঁদের মৃত ঘোষণা করেন। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও চালকের সহকারী পলাতক। মা-ছেলের লাশ ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

অন্যদিকে, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রধান সড়কের সাধনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহমিনা আক্তার (২০) সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লটমনি এলাকার নতুন বাড়ির বাসিন্দা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহমিনা আক্তার তার ভাইয়ের মোটরসাইকেলে করে পুরাতন বাড়ি থেকে নতুন বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে প্রধান সড়কে ওঠার পর এস আলম পরিবহনের একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান। এ সময় গাড়িটির পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় গ্রাম পুলিশ বশির আহমদ বলেন, শুক্রবার রাতে নিজেদের নতুন বাড়ি সাধনপুরের লটমনি এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। বাঁশখালীর প্রধান সড়কের সাধনপুর ইউনিয়নের সাহেবের হাটের দক্ষিণে চারা বটতলা এলাকায় এস আলম পরিবহনের (চট্টগ্রাম মেট্রো ব ১৫০৮৪৪) একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার প্রাণ যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বাঁশখালী থানার রামদাশহাট পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক তপন কুমার বাকচী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে।