ঢাকা | ফেব্রুয়ারী ১, ২০২৬ - ১:১৭ পূর্বাহ্ন

জনগণ দাঁড়িপাল্লার পক্ষে রায় দেবে, বিশ্বাস ডা. জাহাঙ্গীরের

  • আপডেট: Sunday, February 1, 2026 - 12:00 am

স্টাফ রিপোর্টার: ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজশাহী-২ আসনের প্রার্থীরা দিন-রাত এক করে প্রচারণা চালাচ্ছেন। মোড়ে মোড়ে প্রার্থীদের ব্যানার-ফেস্টুন, চায়ের দোকান থেকে শুরু করে বাজার পর্যন্ত চলছে নির্বাচন নিয়ে আলোচনা। কেউ দিচ্ছেন অঞ্চলভিত্তিক ভোটের হিসাব, আবার কেউ প্রার্থীদের সরব উপস্থিতিতে মুখরিত করে তুলছেন এলাকা। সব মিলিয়ে নির্বাচনি আমেজে জমে উঠেছে রাজশাহী-২ (সিটি কর্পোরেশন এলাকা) আসন।

গতকাল শনিবার নগরীর পঞ্চবটি, দরগাপাড়া, লক্ষ্মীপুর এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। সকাল থেকেই তিনি নগরীর পঞ্চবটির বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য দেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

গণসংযোগকালে অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর বলেন, তিনি এই শহরের মানুষের চিকিৎসেবার জন্য বেসরকারি পর্যায়ে অনেক হাসপাতাল ক্লিনিক তৈরি করেছেন এ কারণে রাজশাহী-২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করছেন।

তাঁর দাবি, দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত থাকা জনগণ এবার উৎসবের আমেজে ভোট দিতে অপেক্ষা করছে। বৈষম্য দূর করতে ও পরিবর্তনের প্রত্যাশায় মানুষ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লার পক্ষে রায় দেবে এ বিশ্বাস তাঁর রয়েছে।

সন্ধ্যায় গণসংযোগের সময় তিনি লক্ষ্মীপুর এলাকার ঘরে ঘরে যান, স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোকানে ঢুকে মানুষের সঙ্গে কথা বলেন। ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার পাশাপাশি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রায় দেয়ার আহ্বান জানান তিনি। এ সময় তাঁর সঙ্গে বিপুলসংখ্যক সমর্থক ও অনুসারী উপস্থিত ছিলেন।