ঢাকা | ফেব্রুয়ারী ১, ২০২৬ - ২:২৯ পূর্বাহ্ন

আচরণবিধি লঙ্ঘন, চাঁপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা জরিমানা

  • আপডেট: Sunday, February 1, 2026 - 12:33 am

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় উপজেলার বীরেশ্বরপুর গ্রামে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন।

জানা গেছে, এরফান আলী, যিনি ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসে কমরত। তিনি উপজেলার বীরেশ্বরপুরে নিজের বাসভবনে একটি গোপন বৈঠক আয়োজন করেছিলেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং সম্ভাব্য সহকারী প্রিসাইডিং অফিসার। প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে নির্বাচনি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে লিপ্ত অবস্থায় হাতেনাতে ধরেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন জানান, এ সময় নির্বাচনি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা প্রমানিত হওয়ায় ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০২৫’ এর ২১ (খ) ধারার লঙ্ঘনের অপরাধে ২৭ (ক) ধারায় এরফান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী যদি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে বা প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।