ঢাকা | ফেব্রুয়ারী ১, ২০২৬ - ১:১৭ পূর্বাহ্ন

রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর সাথে মহিলা দলের মতবিনিময়

  • আপডেট: Saturday, January 31, 2026 - 12:00 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনুর সাথে মতবিনিময় করেছে মহিলাদল।

গতকাল শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মিনুর বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মহানগর মহিলাদলের পক্ষ থেকে মিনুর সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন মহানগর মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় থেকে মিনু তার নির্বাচনি প্রতীক ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সেই সাথে সবাই সক্রিয়ভাবে মাঠে থেকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য নির্দেশনা দেন। পরে সবাইকে ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভা শেষ করেন।

এদিকে রাজশাহী কলেজে আপসহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়।

বিকেলে রাজশাহী কলেজ ক্যাম্পাসে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুন। উদ্বোধক ছিলেন রাজশাহী নাগরিক কমিটির আহ্বায়ক প্রফেসর রফিকুল ইসলাম।

এতে আমন্ত্রিত অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা, রাজশাহী নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. ওয়াসিম হোসেন, বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার অর্থ সম্পাদক ইসহাক আসিফ ও নাট্য সম্পাদক বিভান বাদল।

আরো উপস্থিত ছিলেন অ্যাড. জমজেদ আলী, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি ও রাজশাহী মহানগর ছাত্রদল নেতা এমদাদুল হক লিমনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন জনসাধারণকে জানানোই এই আলোকচিত্রের মূল উদ্দেশ্য। বেগম জিয়া দেশের ইতিহাসে অমর হয়ে সবার হৃদয়ে থাকবেন। এই আলোকচিত্রের আয়োজন করে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকা।