রাবিতে কুবির এ এবং জবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গতকাল শুক্রবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় মোট ১৬,৫১৫ জনের মধ্যে ১১,৭৭০ জন অংশগ্রহণ করে। উপস্থিতির হার ছিল ৭১.৩০ পারসেন্ট।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শুক্রবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষা বেলা ৩:৩০ মিনিট থেকে ৪:৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।
এই পরীক্ষায় মোট ১৪,৯১৩ জনের মধ্যে ১৩,১৬৬ জন অংশগ্রহণ করে। উপস্থিতির হার ছিল ৮৮.২৯ পারসেন্ট।











