ঢাকা | জানুয়ারী ৩১, ২০২৬ - ৩:১০ পূর্বাহ্ন

বাগমারায় কৃষকের গলা কাটা লাশ উদ্ধার

  • আপডেট: Friday, January 30, 2026 - 10:33 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামের তিন মাথার মোড় সংলগ্ন কলা বাগান থেকে এক কৃষকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কৃষকের নাম মাহাবুর রহমান (৪২)। সে নরদাশ ইউনিয়নের হাট মাধনগর উত্তরপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কৃষক মাহাবুর রহমান বাড়ির পাশে ঢাক বাজার মোড় সংলগ্ন জমিতে সেচ দিতে যান। সেখান থেকে রাত ৯ টার দিকে তিনি নিখোঁজ হন। এরপর থেকেই পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর হাট বাইগাছা-ভবানীগঞ্জ রোর্ডের রামপুর গ্রামের তিন মাথার মোড় সংলগ্ন কলা বাগানে ঝোপঝাড়ের মধ্যে স্থানীয় লোকজন ওই কৃষকের গলা কাটা লাশ দেখতে পান। এরপর থানায় খবর দেয়া হলে হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। এই হত্যাকাণ্ডের মূল কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, লাশের শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে হত্যাকারীরা তাকে উপযুপুরি আঘাত করার পর গলার পেছন দিকে কেটে তার মৃত্যু নিশ্চিত করেছে। ময়না তদন্তের জন্য নিহত কৃষকরে লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।