ঢাকা | জানুয়ারী ৩১, ২০২৬ - ১:৫৯ পূর্বাহ্ন

তথ্য প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর জেলা গড়ে তোলার প্রত্যয় জামায়াতের

  • আপডেট: Friday, January 30, 2026 - 10:22 pm

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ইশতেহার:

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নূরুল ইসলাম বুলবুল তাঁর নির্বাচনি জনতার ইশতেহার ঘোষণা করেছেন।

শুক্রবার বেলা ১১টার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবী এলাকার পদ্মা নদীর তীরে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে এই ইশতেহার ঘোষণা করেন জামায়াত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। ইশতেহারে বুলবুল বলেন, নূরুল ইসলাম বুলবুল তথ্য প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, দারিদ্র্য দূরীকরণ, তরুণ-যুবক ও নারীদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা, সুদবিহীন কৃষিঋণ প্রদান, শিল্প-কারখানা ও ইপিজেড নির্মাণ, শ্রমিকের ন্যায্য মজরি নিশ্চিতকরণ, পানি ব্যবস্থাপনা উন্নয়ন, সড়ক অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি খাতে ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এছাড়াও তিনি অবহেলিত দিয়াড় অঞ্চল নিয়ে পৃথক দিয়াড় উপজেলা গঠন, পদ্মা নদীতে টেকসই বাঁধ নির্মাণ, সন্ত্রাসমুক্ত নিরাপদ শহর গঠন, তিন মাসের মধ্যে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও সেবামূলক প্রশাসন প্রতিষ্ঠা, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ঘোষণা দেন।

ইশতেহারে সর্বমোট ১০৫ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়, যা বাস্তবায়নের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে একটি উন্নত, বাসযোগ্য ও সম্ভাবনাময় জেলায় রূপান্তরের অঙ্গীকার করা হয়। এসময় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, নারী-পুরুষ, হিন্দু-মুসলিম, কৃষক-শ্রমিক, প্রবাসী, সাংবাদিক, অ্যাডভোকেট, ডাক্তার, ছাত্র-শিক্ষক ও ব্যবসায়ীসহ সমাজের সকল শ্রেণি-পেশার ভোটাররা উপস্থিত ছিলেন।