গোদাগাড়ীতে সাংবাদিক পলাশের স্মরণে শোকসভা
গোদাগাড়ী প্রতিনিধি: বাংলাদেশ সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক সেলিম সানোয়ার পলাশের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপজেলা শাখা ও গোদাগাড়ী রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিল শুক্রবার আসর নামাজের পর গোদাগাড়ী উপজেলার আজিজুল মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
গোদাগাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফ বাবুর সভাপতিত্বে এবং বাংলাদেশ সাংবাদিক সংস্থার গোদাগাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জামিল আহমেদের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক একরামুল হক ও মাইনুল ইসলাম।
শোকসভায় সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা মরহুম সেলিম সানোয়ার পলাশের সাংবাদিকতা জীবনের পেশাদারিত্ব, সততা ও সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এসময় বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।











