২ মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২০ জন
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ওমরপুর গ্রামের মৃত নুরুলের ছেলে বিকল (৩৮) এবং নওগাঁ জেলার মান্দা থানার ভাতহুন্ডা গ্রামের শফিউল আলমের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩০)। রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা পুলিশের অভিযানে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহানের কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া আরএমপি বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ১৮ জনকে আটক করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ জন ও অন্যান্য মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।











