বাঘায় চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক
বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় চাঁদাবাজি করতে গিয়ে টিুপু সুলতান (৩০) নামের এক যুবক আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় আড়ানী পৌর বাজার থেকে তাকে আটক করা হয়। টিুপু সুলতান উপজেলার আড়ানী পৌরসভার গোচর গ্রামের ঝুন্টু সরদারের ছেলে।
জানা গেছে, এরশাদ আলী মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক শফিকুল ইসলাম আড়ানী পৌর বাজারে নতুন বাড়ি নির্মাণ করছিলেন। এসময় টিপু সুলতান তার কাছে এক লাখ টাকা দাবি করে। এ টাকা দিতে না চাইলে তার সাথে বাকবিতণ্ডা শুরু হয়।
এ সময় টহলরত বাঘা থানার পুলিশ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। বাকবিতণ্ডা দেখে পুলিশ উভয়ের মুখ থেকে শুনে তাকে আটক করে। বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, এ বিষয়ে শফিকুল ইসলাম বাদি হয়ে চাঁদাবাজি মামলা দায়ের করেন। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।











