ঢাকা | জানুয়ারী ৩১, ২০২৬ - ২:৩৭ পূর্বাহ্ন

বাংলাদেশ বিষয়ে গবেষণায় আইবিএস অগ্রপথিক: রাবি উপাচার্য

  • আপডেট: Friday, January 30, 2026 - 10:10 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) এক অনন্য গবেষণা প্রতিষ্ঠান।

আইবিএস-এর গবেষকরা তাদের অর্জিত জ্ঞান ও মেধা দিয়ে দেশ-বিদেশে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। ফলে বিশ্বে বাংলাদেশ বিষয়ে বিশেষায়িত গবেষণায় আইবিএস আজ এক ঐতিহ্যের নাম।

আইবিএস-এর সুবর্ণ জয়ন্তী ও ১৫তম ত্রি-বার্ষিক অ্যালামনাই সম্মেলনের উদ্বোধনীতে গতকাল শুক্রবার বক্তারা একথা বলেন। আজ শনিবার পর্যন্ত এ সম্মেলন চলবে।

সকাল ১০টায় সিনেট ভবনে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান।

আইবিএস-এর পরিচালক প্রফেসর এম মোস্তফা কামালের সভাপতিত্বে এই অনুষ্ঠানে সুবর্ণ জয়ন্তী বক্তা ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ মুহিবউল্যাহ্ সিদ্দিকী। অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ফজলুল হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সাধারণ সম্পাদক প্রফেসর কামরুজ্জামান ধন্যবাদ জ্ঞাপন করেন।