ঢাকা | জানুয়ারী ৩১, ২০২৬ - ৩:১০ পূর্বাহ্ন

নিয়ামতপুরে ছাত্রদল নেতার জামায়াতে যোগদান

  • আপডেট: Friday, January 30, 2026 - 10:35 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো জামায়াতে ইসলামী বাংলাদেশে যোগদান করেছেন। গতকাল শুক্রবার বিকালে উপজেলা সদরের হেলিপোর্ট ময়দানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জামায়াতে ইসলামী বাংলাদেশের নির্বাচনি সমাবেশে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। এসময় জামায়াতের উপস্থিত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

এর আগে দুপুরে জেলা ছাত্রদল সভাপতি ও সম্পাদক বরাবর লিখিত একটি চিঠি তিনি ফেসবুকে পোস্ট করেন। ওই পোস্টে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করার কথা ঊল্লখ করেন। ছাত্রদল নেতার দল ত্যাগের এমন সিদ্ধান্তকে অনেকেই রহস্যের চোখে দেখলেও বিকেলেই তা স্পষ্ট হয়ে যায়। জামায়াতে যোগদানের পর তিনি  বলেন, কারও কোন প্ররোচনায় এ সিদ্ধান্ত নেয়নি। একক সিদ্ধান্তেই জামায়াতে যোগদান করেছি এবং রাজনীতির মাঠে নিজেকে আরও উচ্চতায় নিয়ে যেতে চাই।