নগরীতে পলিটেকনিক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা
স্টাফ রিপোর্টার: বর্ণিল আয়োজন আর দিনভর উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে অনুষ্ঠিত হলো পলিটেকনিক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা।
গতকাল শুক্রবার সকালে নগরীর ‘সিক্সটি ফরটি কনভেনশন’ হলে পরিবারের সদস্যদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে মিলনমেলার আয়োজন। মিলনমেলায় প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি ছিলেন আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী কবির হোসেন। তিনি বলেন, অ্যালামনাই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা আরও শক্তিশালী হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী পলিটেকনিক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মাহমুদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের প্রাক্তন শিক্ষক খাইরুল ইসলাম, খাদ্য অধিদপ্তরের সাবেক ডেপুটি ডিরেক্টর প্রকৌশলী একরামুল হক, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক প্রকৌশলী জিয়া উদ্দিন আহমেদ, আইডিইবি রাজশাহী জেনিকের আহ্বায়ক প্রকৌশলী এআর জামিল ইদি, সদস্য সচিব প্রকৌশলী আহসান হাবীব, রাজশাহী সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক ও ভারপ্রাপ্ত চীফ ইঞ্জিনিয়ার আহমদ আল মঈন পরাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চীফ ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্র সংসদের সাবেক ভিপি প্রকৌশলী ইকবাল হাসান বাচ্চু, প্রকৌশলী হাফিজুর রহমান চঞ্চল, আবুল কালাম আজাদ, রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ আবু হানিফ, উপাধ্যক্ষ শহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট প্রকৌশলী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এছাড়া একাত্তর ও চব্বিশের শহিদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আইডিইবি রাজশাহী জেনিকের সদস্য সচিব প্রকৌশলী আহসান হাবীব।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, রাজশাহী পলিটেকনিক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী রেজাউল হুদা কোকো। মিলনমেলায় সংগঠনের বিভিন্ন সামাজিক কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যালামোনায়ের নির্বাহী সদস্য আরিফুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন জাহিদুল ইসলাম সজল, সবুজ মাহমুদ, এমএ ইসলাম জয় ও সোহানুর ইসলাম সবুজ প্রমুখ।











