ঢাকা | জানুয়ারী ৩০, ২০২৬ - ১২:৫৬ পূর্বাহ্ন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ব্যবসা ও টেকসই উন্নয়ন সম্মেলন

  • আপডেট: Thursday, January 29, 2026 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইসিবিআইএসডি ২০২৬)’।

বৈশ্বিক ব্যবসা পরিবেশে টেকসই উন্নয়ন, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং আধুনিক ব্যবসা ব্যবস্থার ভূমিকা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও আলোচনা জোরদার করার লক্ষে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সকালে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শহিদ সাকিব আনজুম চত্বরে বৃক্ষরোপণ ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা। এ সময় সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অতিথি বক্তা, আয়োজক কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এই আন্তর্জাতিক সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার ফ্যাকাল্টি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্টের ডিপুটি ডিন (রিসার্চ অ্যান্ড ইনোভেশন) প্রফেসর ড. নরহায়াতি রাফিদা আবদুল রহিম।

কী-নোট স্পিকার হিসেবে সম্মেলনে অংশগ্রহণ করছেন থাইল্যান্ডের মাহিদল বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের অ্যাসোসিয়েট প্রফেসর ড. বাবলু কুমার ধর এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের প্রফেসর ড. এ. বি. এম. আজিজুল ইসলাম। আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রফেসর ড. শাকিলা ইয়াসমিন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এ. কে. এম. গোলাম রাব্বানী মণ্ডল।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলনের চেয়ার, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান এবং ব্যবসা ও আইস অনুষদের ডিন প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন। উদ্বোধনী বক্তব্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় গবেষণা, উদ্ভাবন ও জ্ঞানভিত্তিক শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইসিবিআইএসডি ২০২৬-এর মতো আন্তর্জাতিক সম্মেলন বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে বৈশ্বিক পরিসরে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ ধরনের আয়োজন শিক্ষাবিদ, গবেষক ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করে, যা টেকসই ও দায়িত্বশীল ব্যবসা ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. আমজাদ হোসেন। সম্মেলনের কো-চেয়ার হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. ফরিদুল ইসলাম।