ঢাকা | জানুয়ারী ৩০, ২০২৬ - ১:৪৫ পূর্বাহ্ন

পবায় প্রিজাইডিং ও পোলিং অফিসারের প্রশিক্ষণ শুরু

  • আপডেট: Thursday, January 29, 2026 - 10:22 pm

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পবা উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে ৯২ জন প্রিজাইডিং অফিসার ও এক হাজার ১৩৪ জন পোলিং অফিসার অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার পবা উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার। তিনি বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটগ্রহণ প্রক্রিয়ার প্রতিটি ধাপে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচন ও গণভোটের প্রতিটি ধাপে আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে ভোটারদের আস্থা অর্জনে ভোটগ্রহণকারী কর্মকর্তাকে নিরপেক্ষ ও সাহসী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।