নির্বাচনি সহিংসতা ও হয়রানি বন্ধে ৭ দাবি রাবি ছাত্রী সংস্থার
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: নির্বাচনি প্রচার-প্রচারণার সময় দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর হামলা, হেনস্থা ও হুমকির ঘটনার প্রতিবাদে সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তাঁরা।
দাবিগুলোর মধ্যে রয়েছে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগী নারী কর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা, দলীয় সন্ত্রাস রোধে কার্যকর পদক্ষেপ নেয়া, নারীদের হুমকি দেয়া নেতা-কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করা এবং জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এসব সহিংসতার বিষয়ে নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির রাবি শাখা নেত্রী ও রাকসুর মহিলাবিষয়ক সম্পাদক সৈয়দা হাফসা।
তিনি বলেন, ‘নারীদের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ সাংবিধানিক অধিকার। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনি কার্যক্রমকে কেন্দ্র করে ছাত্রী সংস্থা ও মহিলা জামায়াতের কর্মীদের ওপর শারীরিক নির্যাতন, হেনস্থা, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে।
কয়েকটি স্থানে হামলার ঘটনাও ঘটেছে।’ সৈয়দা হাফসা আরও বলেন, ‘এসব ঘটনা মানবাধিকার ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ এ সময় সংগঠনটির নেতারা তাঁদের সাতটি দাবি-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।











