ঢাকা | জানুয়ারী ৩০, ২০২৬ - ২:০৮ পূর্বাহ্ন

তানোরে রক্ষাগোলা সংগঠনের হিসাবরক্ষণ ও নথি ব্যবস্থাপনা প্রশিক্ষণ

  • আপডেট: Thursday, January 29, 2026 - 10:11 pm

প্রেস বিজ্ঞপ্তি: গতকাল বৃহস্পতিবার সিসিবিভিও রাজশাহীর আয়োজনে ও ব্রেড ফর দি ওর্য়াল্ড জার্মানীর সহযোগিতায় তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের তালটিপাড়া রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনে দুই দিনব্যাপী রক্ষাগোলা সংগঠনের হিসাবরক্ষণ ও নথি ব্যবস্থ্পানা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে তানোর উপজেলাস্থ ৭টি রক্ষাগোলা সংগঠন থেকে ২৮জন নেতৃত্ব অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের আলোচ্য সূচি, ‘রক্ষাগোলা সংগঠনের কাঠামো, নেতৃত্বের কাজ ও সাংগঠনিক জবাবদিহিতা, হিসাবরক্ষণ ও নথি ব্যবস্থাপনার গুরুত্ব; সংগঠনের রেজিস্টার পরিচিতিকরণ-লেনদেন-হিসাবরক্ষণ, হাতে কলমে রেজিস্টার লেখা ও হিসাবনিকাশ, রক্ষাগোলা সংগঠনের নথিপত্র পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় এবং গ্রাম সংগঠনে রক্ষাগোলা নেতৃত্ব ও সিসিবিভিও’র কাজ।’ প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সিসিবিভিও’র সহ-কর্মসূচি সমন্বয়কারী শাহাবুদ্দিন ও ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী। প্রশিক্ষণে সহযোগিতা করেন সমাজ সংগঠক প্রেঁমচাদ এক্কা ও রঞ্জিত সাওরীয়া।