ঢাকা | জানুয়ারী ৩০, ২০২৬ - ২:১৬ পূর্বাহ্ন

গোদাগাড়ী পৌরসভায় ইসলামী ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন

  • আপডেট: Thursday, January 29, 2026 - 10:14 pm

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় ইসলামী ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টায় পৌরসভায় শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক রাজশাহী জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গোদাগাড়ী পৌর প্রশাসক নাজমুস সাদাত রত্ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম ও পৌর নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহা. সারওয়ার জাহান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, গোদাগাড়ী মডেল থানার ওসি হাসান বশির, সমবয় কর্মকর্তা আব্দুল মানিক,যুব উন্নয়য় কর্মকর্তা সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গোদাগাড়ী ইসলামী ব্যাংক লি. এর ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ফারিদ হোসেন।