ঢাকা | জানুয়ারী ৩০, ২০২৬ - ১২:২৪ পূর্বাহ্ন

রাজশাহীর দুইটি আসনে জামায়াতে ইসলামী প্রার্থীদের প্রচারণা জমজমাট

  • আপডেট: Thursday, January 29, 2026 - 10:42 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে গ্রাম সবখানেই তাদের বিচরণ অতি লক্ষণীয়। তারা উভয়ই কল্যাণমূলক বাংলাদেশ গড়তে সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে তরুণ ভোটারদের প্রথম ভোট দাঁড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেয়ার আহ্বান জানাচ্ছেন।

জানা গেছে, রাজশাহী-১ আসনের কলমা ইউনিয়নের উদ্যোগে জামায়াত প্রার্থীর নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। কলমা স্কুল মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মাওলানা আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি ও বারবার নির্বাচিত ওয়ার্ড সদস্য সেকান্দার আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেন, দেশের চলমান সঙ্কট উত্তরণে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই। জনগণ যদি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে সুযোগ দেয়, তাহলে ইনশাআল্লাহ একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতিতে নয়, বরং দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করে। অতীতে আমাদের যখন যতোটুকু সুযোগ পেয়েছি আমরা জনগণের আস্থা নষ্ট করিনি, আগামীতেও করব না।

এদিকে, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের রাজনৈতিক অঙ্গনে প্রচার-প্রচারণা জোরে সরে চলছে। এ প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ ভোটারদের প্রতি ব্যতিক্রমী ও জোরালো আহ্বান জানিয়েছেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সকাল ৭টার মধ্যেই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পাশাপাশি ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার বিকেলে কাটাখালী পৌরসভার দেওয়ানপাড়া এলাকায় আয়োজিত নির্বাচনি প্রচার মিছিল ও পথসভায় তিনি এ আহ্বান জানান। এর আগে ভোর সাড়ে ৬টায় পারিলা ইউনিয়নের চার চিটের মোড় এলাকায় গণসংযোগের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। পরে বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বড়গাছী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এসময় নেতা-কর্মীদের হাতে লিফলেট ও প্রতীকী দাঁড়িপাল্লা দেখা যায়। গণসংযোগকালে আবুল কালাম আজাদ বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতা, ন্যায় ও মুক্তির পক্ষে রাজনীতি করে। তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক বাংলাদেশ গড়তে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। সেই লক্ষে তিনি বিশেষ করে তরুণ ভোটারদের প্রথম ভোট দাঁড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেয়ার আহ্বান জানান।