ঢাকা | জানুয়ারী ৩০, ২০২৬ - ১২:২৫ পূর্বাহ্ন

মোহনপুরে পুকুরের পাশ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

  • আপডেট: Thursday, January 29, 2026 - 10:39 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর থানাধীন জাহানাবাদ ইউনিয়নের নোনাভিটা (চকলম্বা) গ্রামের পশ্চিম পাশে শুকটি বিলে জনৈক লুৎফর রহমান চেয়ারম্যানের পুকুরের পাশে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তি লালু সরদার (৫৫) নোনাভিটা (চকলম্বা) গ্রামের মৃত তাসের সরদারের ছেলে এবং পেশায় কৃষক। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতের খাবার শেষে প্রতিদিনের ন্যায় পুকুর পাহারার উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি।

পাহারা শেষে বাড়িতে ফিরে না আসায় গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টা ৫ মিনিটে তার নাতি নাজমুল হাসান পুকুরে খোঁজ করতে গিয়ে নিচু জমির পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পাড়া-প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। স্থানীয়দের ভাষ্যমতে, নিহত ব্যক্তি একজন পেশাদার মাদকসেবী ছিলেন এবং ধারণা করা হচ্ছে মাদক সেবনের কারণেই তার মৃত্যু হয়েছে।

মরদেহের দুই পায়ের গোড়ালি ও ডান কানে ক্ষতচিহ্ন দেখা গেছে, যা শিয়ালের আক্রমণে হয়েছে বলে স্থানীয়রা জানান। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।