গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া: ড. মোহাম্মদ আবু ইউছুফ
স্টাফ রিপোর্টার: গণভোটের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পবা উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
গতকাল মঙ্গলবার পবা উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। তিনি বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণের সরাসরি মতামত রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে প্রতিফলিত হয়। তিনি বলেন, গণভোটের উদ্দেশ্য, পদ্ধতি ও গুরুত্ব সম্পর্কে ভোটারদের স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। সচেতন ও দায়িত্বশীল ভোটারদের অংশগ্রহণের মাধ্যমেই একটি গণভোট সার্থক ও গ্রহণযোগ্য হয়ে ওঠে। এ ক্ষেত্রে সরকারি দপ্তরগুলোর পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক কামাল উদ্দিন বিশ্বাস এবং বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মনিরা খাতুন। মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে গণভোট বিষয়ে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।











