ঢাকা | জানুয়ারী ২৮, ২০২৬ - ৪:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম

সরকারি ট্যাপের পানি নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত, আটক ৭

  • আপডেট: Wednesday, January 28, 2026 - 12:22 am

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রান্তিকপাড়া এলাকায় সরকারি ট্যাপের পানি নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নাসিরুদ্দিন বাসু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে। নিহত নাসিরুদ্দিন বাসু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের প্রান্তিকপাড়ার আত্তাব মুন্সির ছেলে।

আটককৃতরা হলো, প্রান্তিকপাড়ার নিয়াজ, মেহেদী, রফিক, বাবু, নুরী বেগম, খতিজা বেগম এবং মসজিদপাড়ার সোহাগী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে প্রান্তিকপাড়া এলাকায় নুরী বেগম ও দ্বিতীয় পক্ষ লাইলা বেগমের পরিবারের মধ্যে সরকারি ট্যাপের পানি নেয়া নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।

এ সময় মারামারি থামাতে গেলে নুরী বেগমের বাড়ির লোকজন নাসিরুদ্দিন বাসুকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ওঠে।

পরে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, এ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ। মরদহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। তিনি আরও বলেন, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।