ঢাকা | জানুয়ারী ২৮, ২০২৬ - ৪:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে অংশীজন সংলাপ

  • আপডেট: Wednesday, January 28, 2026 - 12:11 am

স্টাফ রিপোর্টার: গতকাল মঙ্গলবার শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে অংশীজনদের নিয়ে বোয়ালিয়া ক্লাবে ”অংশীজন সংলাপ” অনুষ্ঠিত হয়।

এসিডি’র আয়োজনে ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, নেদারল্যান্ডস এবং ফ্রি অ্যা গার্লের সহযোগিতায় ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশ প্রকল্পের আওতায় এসিডি টীম লিডার সুব্রত কুমার পাল এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

আতিয়া তানসিমার সঞ্চালনায় এসিডি’র প্রকল্প সমন্বয়কারী মনিরুল ইসলাম এসিডি’র প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ এবং কাঙ্খিত প্রত্যাশা তুলে ধরেন।

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শরিফুল ইসলাম, বিমান বন্দর থানা অফিসার ইনচার্জ মাছুমা মোস্তারি বক্তব্য রাখেন।

উন্মুক্ত আলোচনা অধিবেশনে অংশগ্রহণকারীরা শিশুদের অধিকার সমুন্নত রাখতে এবং সকল ধরনের বঞ্চনা ও শোষণ থেকে তাদের রক্ষা করার জন্য অংশীদারদের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানান।