ঢাকা | জানুয়ারী ২৮, ২০২৬ - ৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম

মোহনপুরে সিসিডিবি এমআরএ’র উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান ও সংবর্ধনা

  • আপডেট: Wednesday, January 28, 2026 - 12:35 am

মোহনপুর প্রতিনিধি: সিসিডিবি মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (এমআরএ-এমএফআই) মোহনপুর, রাজশাহীর উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সিসিডিবির চত্বরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজশাহী, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার উচ্চশিক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১২ জন শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষা ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৮ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান ও সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবির নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। বিশেষ অতিথি ছিলেন সিসিডিবির হেড-পিএমই ইমরান কিবরিয়া এবং হেড-এমএফপি সোলায়মান সিদ্দিক।

এছাড়াও উপস্থিত ছিলেন সিসিডিবি এলাকা সমন্বয়কারী আবু সাইদ, সুবুয়েল অধিকারী, আতিকুর রহমান চৌধুরী, গৌতম সেন, শাখা ব্যবস্থাপক নর উত্তম কুমার পাল, রায়হান উদ্দিন মণ্ডল, আব্দুল হায় আল হাদি, হরিশ চন্দ্র বর্মন, বিদ্যুৎ কুমার, হিসাবরক্ষক রেশমা পারভিন, শ্যামল কুমার পাহান, মাঠ সংগঠক শরিফুল মাজেদ ও মিজানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে আরও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।