ভোটারদের মন জয়ে অবিরাম ছুটছেন প্রার্থীরা
রাজশাহীসহ বিভিন্ন সংসদীয় আসন
স্টাফ রিপোর্টার: উন্নয়নের নানা প্রতিশ্রুতি এবং পরিকল্পনা তুলে ধরে ভোটারদের মন জয় করতে রাজশাহীসহ এর আশপাশের বিভিন্ন আসনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন তারা।
রাজশাহী-১: রাজশাহীর কাঁকনহাট পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে কাঁকনহাট পৌরসভার গুদড়ীপট্টী মাঠে এ সমাবেশ শুরু হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এ সমাবেশে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কাঁকনহাট পৌরসভার আমীর মাওলানা নজরুল ইসলাম ও সঞ্চালনা করেন পৌর সেক্রেটারী আব্দুর রশিদ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী শিবিরের সেক্রেটারি ইমরান নাজির, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা আবুল হাসান, জেলা কর্মপরিষদ সদস্য ড. ওবায়দুল্লাহ ও জালাল উদ্দিন, এনসিপির রাজশাহী মহানগরীর সদস্য সচিব আতিকুর রহমান, আসনের প্রচার সম্পাদক মুহাম্মদ শহীদুল্লাহ ও পাকড়ী ইউনিয়নের আমীর আব্দুর রহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রাজশাহী-৩: রাজশাহী-৩ আসনের জামায়াতে ইসলামীর দাঁড়ীপাল্লা প্রতিকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ গতকাল মঙ্গলবার সকালে কাটাখালি বাজারে গণসংযোগ করেন। পরে মোহনপুরে পথসভা ও মিছিলে অংশগ্রহন করেন। এসময় তিনি ভোটারদেরকে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মুলে দাঁড়ীপাল্লায় ভোট দেবার আহবান জানান। এসময় তার সাথে ছিলেন মোহনপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক জিএএম আব্দুল আওয়াল, মোহনপুরের জাহানাবাদ ইউনিয়নের আমির আব্দুল হালিম, সেক্রেটারী মাওলানা সায়েব আলী, জাহানাবাদ ওলামা বিভাগের সভাপতি মাওলানা রহিস উদ্দিন ও শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি সামশুল হুদা।
এদিকে, গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে পারিলা ইউনিয়নের খড়খড়ি বাজার এলাকা থেকে দিনের কর্মসূচি শুরু করেন পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন। তিনি বাজারের প্রতিটি দোকানে যান এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ধানের শীষে ভোট প্রার্থনা করেন। সেইসাথে দিনব্যাপী তিনিও ইউনিয়নের প্রতিটি পাড়া মহল্লা, হাট বাজার এবং মাঠের মধ্যে যে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় ও ধানের শীষে ভোট প্রার্থনা করেন। পুরো বাজার প্রদক্ষিণ শেষে তিনি সংক্ষিপ্ত পথ সভা করেন। এসময় মিলন বলেন, জনগণ শুধু ১২ তারিখের জন্য অপেক্ষা করছে। কিন্তু এই নির্বাচনকে বানচাল করতে একটি দল উঠে পড়ে লেগেছে। তারা বলছে আমেরিকা নাকি তাদেরকে সমর্থন দিয়েছে। প্রকৃতপক্ষে এটা নিয়েও তারা মিথ্যাচার ও মোনাফেকি করছে বলে উল্লেখ করেন মিলন।
রাজশাহী-৪: রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষে নারীদের মিছিলে হাট গাঙ্গোপাড়া বাজারে গণজোয়ার সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ডিএম জিয়াকে বিজয়ী করতে উপজেলা মহিলাদলের সভাপতি নেহার বানু ও তার মেয়ে নওশীন জাহান ঐশীর নেতৃত্বে হাট গাঙ্গোপাড়া বাজারে ধানের শীষের পক্ষে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে যোগ দিতে উপজেলার ১৬টি ইউনিয়নের প্রায় দুই হাজার নারীসহ বিএনপি, ছাত্রদল, কৃষকদল, যুবদল, তাঁতীদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা হাটগাঙ্গোপাড়া হাইস্কুল মাঠে জড়ো হন। এরপর স্কুল মাঠে থেকে হাটগাঙ্গোপাড়া বাজারের প্রধান প্রধান সড়কে ডিএম জিয়াকে বিজয়ী করার লক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেয়া জন্য সাধারণ জনগণকে উৎসাহিত করতে বিভিন্ন ধরণের স্লোগান দেন। প্রায় ঘন্টাব্যাপী চলা মিছিলটি একপর্যায়ে যেন গণজোয়ারের পরিনত হয়।
এদিকে, রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের এমপি প্রার্থী ডা. আব্দুল বারী সরদার দলীয় নেতাকর্মীদের নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে সারা দিনব্যাপী বাগমারার আউচপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন। উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা জামায়াতের আমীর মাষ্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারী অধ্যাপক অহিদুল ইসলাম, জামায়াতের রাজশাহী জেলা শাখার মজলিশে শূরার সদস্য আব্দুল আহাদ কবিরাজ, বাংলাদেশ ন্যাশনাল ডক্টরস ফোরামের অর্থ সম্পাদক ডা. আলমগীর হোসেন, উপজেলা জামায়াতের সূরা সদস্য আশরাফুল হক, উপজেলা জামায়াতের শ্রমিক কল্যাণ সেক্রেটারী আইনুল হক, তাহেরপুর পৌর জামায়াতের আমীর শহিদুজ্জামান মীর, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক প্রমূখ।
রাজশাহী-৬: গতকাল মঙ্গলবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের বনকিশোর ঋষিপাড়া এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদ সমাবেশ করেন। এসময় তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনে তিনি সবসময় অগ্রণী ভূমিকা রাখতে চান। আরও বলেন, নির্বাচিত হলে চারঘাট-বাঘা এলাকার সব ধর্মের মানুষের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন। এসময় চারঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। সব মিলিয়ে এখন প্রচার-প্রচারনায় সরগরম হয়ে উঠেছে চারঘাট-বাঘা।
চাঁপাইনবাবগঞ্জ-২: দিনব্যাপী গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি ইউনিয়নে গণসংযোগ করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ আমিনুল ইসলাম। তিনি বাংগাবাড়ি বাজার, তেলিপাড়া, বাজার, শিবরামপুর, ঘুগিয়া, নাসির বাজার, ভবানিপুর, ইসলামপুর, সন্তোষপুর বাজারসহ বিভিন্ন পাড়া মহল্লায় ধানের শীষের ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং প্রত্যেক বাড়ি-বাড়ি গিয়ে মা বোনদের ধানের শীষে ভোট দেয়ার জন্য আকুল আবেদন করতে বলেন। এসময় উপস্থিত ছিলেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সারিকুল ইসলাম (সাদ্দাম) সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন নেসা বাবলি, বিএনপি নেতা ইমাম প্রমুখ।
নাটোর-২: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার নির্বাচনি এলাকায় নিয়মিত প্রচার চালিয়ে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে তিনি নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের পথসভায় বক্তব্যে বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে এখনো একটি মহলের ষড়যন্ত্র অব্যাহত আছে। যত ষড়যন্ত্র চক্রান্তই অব্যাহত থাকুক না কেন আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশের মানুষের ভোটে বিএনপিই বিজয়ী হবে। এ বিজয় কোনো সাধারণ বিজয় নয়, ভূমিধস বিজয় হবে।











