ঢাকা | জানুয়ারী ২৮, ২০২৬ - ৪:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় বিএনপি নেতাকে জামায়াত নেতার কোপানোর ভিডিও ভাইরাল

  • আপডেট: Wednesday, January 28, 2026 - 12:16 am

বাগমারা প্রতিনিধি: বাগমারার নরদাশ ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি মাস্টার গোলাম মোস্তফাকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেছেন ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী ওমর আলী।

বিএনপির ওই নেতাকে প্রকাশ্যে জামায়াত নেতার কোপানোর একটি ভিডিও গত মঙ্গলবার সোশ্যাল প্লাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ফেসবুকের মাধ্যমে জামায়াত নেতার এমন কর্মকাণ্ড দেখার পর থেকেই এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে গত ১৭ জানুয়ারি বিকেলে কাস্টনাংলা গ্রাম সংলগ্ন জোকাবিলে নরদাশ ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী ওমর আলীর নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি মাস্টার গোলাম মোস্তফা ও তার লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। ওই হামলার তিন মিনিট এক সেকেন্ডের একটি ভিডিও মঙ্গলবার সোশ্যাল প্লাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ওই ভিডিওতে দেখা যায় ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী ওমর আলী লম্বা হাসুয়া হাতে নিয়ে ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি মাস্টার গোলাম মোস্তফাকে কোপাচ্ছেন। সেই সঙ্গে জামায়াত নেতা ওমর আলীর পক্ষের লোকজনও ধারালো অস্ত্র ও লাঠি দ্বারা বিএনপি মাস্টার গোলাম মোস্তফার পক্ষের লোকজনকে মাটিতে ফেলে কোপাতে ও পেটাতে দেখা যায়।

স্থানীয় লোকজন তাদের রক্তাক্ত গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ঘটনার খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জামায়াত নেতা ওমর আলীসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৪-৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।