ঢাকা | জানুয়ারী ২৮, ২০২৬ - ৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় কৃষি জমিতে পুকুর খননকারীর ১৫ দিনের কারাদন্ড

  • আপডেট: Wednesday, January 28, 2026 - 12:39 am

বাগমারা প্রতিনিধি: বাগমারার গণিপুর ইউনিয়নের ইসলামের মোড় সংলগ্ন দুবিলা বিলে তিন ফসলি কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে ভ্রাম্যমান আদালতে পুকুর মালিক তমিজ উদ্দিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা এই দণ্ডাদেশ দেন। এছাড়া পুকুর খনন কাজে নিয়োজিত দুটি এক্সেভেটর (ভেকু) ভেঙ্গে অকেজো করে দিয়ে অবৈধ পুকুর খনন বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা গেছে, বাগমারায় পুকুর খনন চক্রের মুল হোতা গণিপুর ইউনিয়নের মৃত কছির উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে ইসলামের মোড় সংলগ্ন দুবিলা বিলে তিন ফসলি কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন শুরু করেন। প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত পুকুর খননের নামে ট্রাক্টরযোগে এলাকার বিভিন্ন ইটভাটায় জমির টপসয়েল বিক্রয় করা হচ্ছিল।

এতে জমির উর্বরতা শক্তি কমে যাওয়ার পাশাপাশি ট্রাক্টরযোগে বিভিন্ন ইটভাটায় মাটি সরবরাহ করায় এলাকার পাকা রাস্তার ব্যাপক ক্ষতি হয়। এ কারণে এলাকার কৃষকরা বাধা দিলেও তাদের পাত্তা না দিয়ে হুমকি-ধামকি দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে তমিজ উদ্দিন অবৈধভাবে পুকুর খনন কাজ চালিয়ে যেতে থাকেন।

এছাড়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শুভডাঙ্গা ইউনিয়নের নিমাই বিলে অবৈধ পুকুর খনন কাজে নিয়োজিত দুটি এক্সেভেটর (ভেকু) মেশিন ভেঙ্গে অকেজো করে দেয়া হয়েছে।

বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা বলেন, এলাকার কৃষকদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে পুকুর খননের দায়ে তমিজ উদ্দিন নামে এক দুষ্কৃতকারীকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতে সে নিজের দোষ স্বীকার করায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। সেই সাথে সংশ্লিষ্ট সরকারি কোনো দপ্তরের অনুমোতি না থাকায় ওই অবৈধ পুকুর খনন কাজ বন্ধ করে দেয়া হয়েছে।