ঢাকা | জানুয়ারী ২৮, ২০২৬ - ৫:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

পুঠিয়ায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, January 28, 2026 - 12:17 am

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহী জেলার পুঠিয়ায় উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) পিএইচডি।

পুঠিয়া উপজেলা নিবার্হী অফিসার লিয়াকত সালমান এর সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, নির্বাচনকালীন আর্মী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন অনিম ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত ও পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম প্রমুখ। দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসারদের ভোট গ্রহণের দিন দায়িত্ব পালন, আইন-শৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা ও নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেয়া হয়।

এ সময় পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম বলেন, নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা দিতে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থান থেকে দায়িত্ব পালন করবে। সেইসাথে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার নির্বাচনে সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সাথে নির্বাচনি দায়িত্ব পালন করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দেন। সেই সাথে স্বচ্ছতার সাথে ভোটগ্রহণ নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে সকল ভোটকেন্দ্রে আই পি ক্যামেরা স্থাপন করার নির্দেশ দেন।

এ সময় জেলা ও উপজেলার সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।