ঢাকা | জানুয়ারী ২৮, ২০২৬ - ৪:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম

এসিল্যান্ডকে হুমকির অভিযোগে যুবকের দেড় বছরের কারাদণ্ড

  • আপডেট: Wednesday, January 28, 2026 - 12:33 am

পুঠিয়া প্রতিনিধি: সরকারি অফিসে ঢুকে এসিল্যান্ডের চেহারা বদলে দেবার হুমকি ও হট্টগোলের অভিযোগে এক যুবককে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

একই সঙ্গে তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম নাইম আহমেদ (২৫)। তিনি পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের মাহেন্দ্রা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, নাইম আহমেদ একটি খারিজ সংক্রান্ত বিষয়ে গত রোববার থেকে তাঁর অফিসে এসেছিলেন। তবে ওই দিন জেলা সদরে একটি সভায় অংশ নিতে তাঁকে সারাদিন বাইরে থাকতে হয়।

পরে পুঠিয়ায় একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে সভা শেষে তিনি সরাসরি সেখানে যান। এ কারণে ওই দিন তাঁর অফিসে যেতে রাত হয়ে যায়। তিনি আরও জানান, ওই দিন অফিসে এসে তাঁকে না পেয়ে ক্ষুব্ধ হন নাইম আহমেদ।

পরে গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর কার্যালয়ে কয়েকটি বিষয়ের শুনানি চলছিল। এ সময় নাইম আহমেদ অফিসে প্রবেশ করতে চাইলে পিয়ন তাঁকে অপেক্ষা করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে নাইম আহমেদ পিয়নের সঙ্গে হাতাহাতিতে জড়ান এবং উচ্চস্বরে হুমকি দিতে থাকেন।

তিনি বলেন, ‘এখানে ভূমি অফিস থাকবে না’ এবং ‘এসি-ল্যান্ড কীভাবে এখানে চাকরি করেন, সেটাও দেখে নেবেন’। ঘটনার পর তাঁকে আটক করা হয়। পরে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৬ ও ১৮৯ ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করে দেড় বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। সন্ধ্যায় তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।