ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৬ - ৩:৪২ পূর্বাহ্ন

শিরোনাম

লালপুরে বিএনপির নির্বাচনি ব্যানার পুড়িয়ে দেয়ার অভিযোগ

  • আপডেট: Tuesday, January 27, 2026 - 12:17 am

লালপুর (নাটোর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর নির্বাচনি প্রচারণার দুটি ব্যানার পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

গত রোববার দিবাগত রাতে লালপুর উপজেলার দুটি স্থানে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর সদর ইউনিয়নের বুধিরামপুর গ্রামে মুকুলের দোকানের সামনে এবং জ্যোতদৈবকী গ্রামে ওয়াদুদের বাড়ি সংলগ্ন একটি গাছে টানানো ছিল বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনি ব্যানার। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ব্যানার দুটি পুড়িয়ে দেয়। এতে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু বলেন, ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন দেখে একটি মহল আতঙ্কিত হয়ে পরিকল্পিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। ব্যানার পোড়ানোর ঘটনা সেই অপচেষ্টারই অংশ। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ বলেন, ঘটনার বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে প্রার্থী বা সংশ্লিষ্টদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।