ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৬ - ৩:১৪ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় কৃষকদের ওপর হামলার ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট: Tuesday, January 27, 2026 - 12:11 am

বাগমারা প্রতিনিধি: বাগমারার কাস্টনাংলা গ্রামে কৃষকদের ওপর হামলার ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নরদাশ ইউনিয়নের কাস্টনাংলা গ্রামের মৃত ফজের আলীর ছেলে হুরমত্যুল্লাহ প্রাং বাদি হয়ে মামলাটি করেছেন। তবে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলে বাদির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছ, গত ১৭ জানুয়ারি বিকেলে নরদাশ ইউনিয়নের কাস্টনাংলা গ্রামসংলগ্ন জোকাবিলে মামলার বাদিসহ তার আপন তিন ভাই ইসাহাক আলী, ইসমাইল হোসেন ও গোলাম মোস্তফা তাদের পৈত্রিক জমিতে পেঁয়াজের চারা রোপণ করতে যান। এ সময় পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের মনছুর রহমান, আফজাল হোসেন, ওমর আলী, মামনুর রশিদ ও শফিকুল ইসলামসহ অজ্ঞাত আরো ৪/৫ জন ব্যাক্তি হাতে হাসুয়া, চাপাতি, রামদা, ছোরা, ফালা ও লোহার রড নিয়ে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়।

এতে মামলার বাদি হুরমত্যুল্লাহ ও তার স্ত্রী ফজিলাতুন নেছাসহ ইসাহাক আলী, ইসমাইল হোসেন ও গোলাম মোস্তফা গুরুত্বরভাবে আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ঘটনার খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।