ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৬ - ২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে ভোটার সচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি

  • আপডেট: Tuesday, January 27, 2026 - 12:12 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বোয়ালিয়া ক্লাবে গতকাল সোমবার ‘লাইট হাউজ’ ও ‘পুমডো’ যৌথভাবে আয়োজিত বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক নির্বাচন সহায়তা প্রতিষ্ঠান আইএফইএস এর সহযোগিতায় আয়োজিত এই সভায় জেলা প্রশাসক আফিয়া আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় সরকারি কর্মকর্তা, নারী নেতৃবৃন্দ, যুব সংগঠন, সাংস্কৃতিক দল ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মানবাধিকার সংগঠন লাইট হাউজ আয়োজিত এ সভায় ভোটার শিক্ষা, নির্বাচন পর্যবেক্ষণ এবং নাগরিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। মতবিনিময় সভায় মূলত ‘নারী, যুব এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্তিমূলক ভোটার সচেতনতা প্রকল্প’ সম্পর্কে আলোচনা করা হয় এবং এর আওতায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরা হয়।

লাইট হাউসের নির্বাহী প্রধান হারুন অর রশিদ সভা পরিচালনা করেন। তিনি বলেন, “ দেশের ৩০টি ইউনিয়নে নারীরা, প্রতিবন্ধী নারী, যুবক, প্রথমবার ভোটার, হিজড়া ও যৌনকর্মীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভোটাধিকার, নির্বাচন প্রক্রিয়া ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।”

এসময় রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক, শামসুন্নাহার, বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি ড. আইনুল হক, বরেন্দ্র উন্নযন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী, ডাসকো ফাউন্ডেশনের পরিচালক জাহাঙ্গীর আলম খান, আসুসের নির্বাহী পরিচালক রাজ কুমার শাও, লাইট হাউজের জেন্ডার কমপ্লায়েন্স অ্যাডভাইজার ওয়াহিদা ইয়াসমিন, এসিডির প্রজেক্ট কোঅর্ডিনটর সুব্রত কুমার পাল প্রমুখ বক্তব্য রাখেন।