বাঘায় আগুনে পুড়লো ৩ ঘর, ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকা
বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৩টি ঘরসহ নগদ অর্থ ও আসবাবপত্র পুড়েছে। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। গতকাল সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের মিয়াপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটি হলো- আজিজুর রহমান জলা। অগ্নিকাণ্ডে তার বড় ছেলে আনজারুল হোসেন তিনটি বসতঘর, নগদ প্রায় ৩ লাখ টাকা, স্বর্ণ অলঙ্কার ও প্রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের ৩ টিভি, ১ ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।
আজিজুর রহমানের স্ত্রী সাজেদা বেগম জানান, ঘটনার সময় পরিবারের অন্যরা মাঠে কাজ করতে গিয়েছিলেন। তিনি বাড়ির টিউবওয়েলে থালা-বাসন ধোয়ার কাজ করতে গিয়ে হঠাৎ পোড়া গন্ধ পান। পরে তাকিয়ে দেখেন তার ছেলের ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে তার চিৎকারে আশপাশের লোকজনকে আসে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণে আনতে না পেরে মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়। আজিজুর রহমান জলা বলেন, ছেলেরা সবাই মাঠে ছিল। ফোন পেয়ে বাড়িতে এসে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গেছে। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসে ফোন করা হলে বাঘা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কেউ কিছু বলতে না পারলেও, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে পরিবারের ধারণা। বাঘা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রফিকুল ইসলাম চৌধুরী জানান, সকাল ১১টা ৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। রাত সাড়ে ৬টায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা করা হয়েছে।











