ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৬ - ১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম

পোরশায় কবর স্থানের সম্পদ রক্ষায় ইউএনও বরাবর আবেদন

  • আপডেট: Tuesday, January 27, 2026 - 12:31 am

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা নিতপুর কেন্দ্রীয় কবরস্থানের সম্পদ রক্ষা ও উন্নয়নের জন্য চার দাবিতে আবেদন করেছেন নিতপুর সংগ্রাম পরিষদের সভাপতি খালেদ ইকবাল মিলন।

গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের কাছে তিনি এই আবেদন করেন। আবেদনে ৮২ বিঘা আয়তনের এই কবরস্থানের বিভিন্ন অনিয়মের কথা তিনি তুলে ধরেন।

এছাড়াও তিনি আবেদনে নিতপুর কেন্দ্রীয় কবর স্থানের সম্পদ ও ব্যবস্থাপনার সঠিক তদন্ত, বর্তমান কমিটির দায়িত্বে অবহেলা, অনিয়ম রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, আয়-ব্যয়ের সঠিক ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিশ্চিত করন এবং সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক কমিটি গঠনের দাবি জানান।

এসময় তার সাথে স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে ইউএনও রাকিবুল ইসলাম জানান, স্থানীয়দের দেয়া একটি আবেদন পেয়েছেন এবং বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের ডেকে সুষ্ঠু একটা ব্যবস্থা করবেন বলেও জানান।