ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৬ - ২:১২ পূর্বাহ্ন

শিরোনাম

পুঠিয়ায় তদন্তে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে হলো পুলিশ কর্মকর্তাকে

  • আপডেট: Tuesday, January 27, 2026 - 12:33 am

পুঠিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষ: 

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনার জেরে বেলপুকুর থানার এক এসআইকে কান ধরে দাঁড় করিয়ে রাখার ঘটনা ঘটেছে। এসময় থানার ওসিকেও আটকে রাখা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। গত রোববার সন্ধ্যায় পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের পশ্চিমে পোল্লাপুকুর এলাকায় এই ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যা ৪টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকার রাজশাহী-নাটোর সড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হন। দুর্ঘটনার প্রতিবাদে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে। খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ মরদেহ উদ্ধারে গেলে ক্ষুব্ধ জনতা তাদেরকে বেধড়ক মারধর করে একটি টিনের ঘরে আটকে রাখে। এসময় কর্তব্যে অবহেলার অভিযোগ তুলে এক এসআই জহুরুল ইসলামকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলা হয় এবং গালিগালাজ করা হয়।

বলপুকুর থানার ওসি আরজুন বলেন, যদিও দুর্ঘনটর স্থলটি আমাদের থানা এলাকার নয়, তার পরেও আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে জনতা আমাদেরকে কাজে অবহেলার অভিযোগ তুলে মারধর করেন এবং সাড়ে ৩ ঘণ্টা আটকে রাখে।

ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে আরএমপিসহ রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুঠিয়া, চারঘাট ও পবা হাইওয়ে থানা পুলিশ এবং জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এসে আমাদেরকে উদ্ধার করেন।

আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধারসহ ঘটনার তদন্তে গেলে ঘটনাস্থালেই মামলা নিতে বলা হয় এবং পুলিশ সদস্যদের মারধর করে আটকে রাখা হয় ও লাঞ্ছিত করা হয়। সেই ঘটনার ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।

তিনি বলেন, পুলিশের কাজ আইনগত ব্যবস্থা গ্রহণ করা। তবে তাদেরকে (হয়রানির শিকার পুলিশ সদস্য) সেই কাজে বাধা প্রদান করা হয়েছে। যেখানে সড়ক দুর্ঘটনা ঘটেছে সেই সড়কটি টানা রাস্তা। এখানে চালকের গাফলতিতে দুর্ঘটনা ঘটেছে। পুলিশের এতে কোনও হাত নাই। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।