ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৬ - ২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

নির্বাচন উপলক্ষে নাচোলে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, January 27, 2026 - 12:08 am

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিংদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বেলা ১১টায় নাচোল সরকারি কলেজ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহাদাত হোসেন মাসুম প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন। পরে এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার গোলাম রব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, নাচোল সেনা ক্যাম্প কমান্ডার মেজর আসিফ, সহকারী পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল হাসান তারেক, জেলা নির্বাচন অফিসার আজাদুল হেলাল ও সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া।