ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৬ - ১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম

আদিবাসীদের সাথে পবা প্রশাসনের মতবিনিময়

  • আপডেট: Tuesday, January 27, 2026 - 12:10 am

স্টাফ রিপোর্টার: আদিবাসী জনগোষ্ঠীর ঝরেপড়া শিক্ষার্থী ও বেকার যুবক-যুবতীদের জন্য সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা এখনো অনেকটাই অজানা ও অধরা। তথ্যের অভাব, এবং প্রাতিষ্ঠানিক জটিলতার কারণে তারা অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়ছে মূলধারা থেকে। এসব বাস্তবতা সামনে রেখে পবা উপজেলায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা।

গতকাল সোমবার পবা উপজেলা পরিষদের মিনিহলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে পবা উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকার ঝরেপড়া আদিবাসী শিক্ষার্থী ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থীরা অংশ নেন। সভায় সরাসরি অংশ নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোতাহার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান।

এছাড়া উপস্থিত ছিলেন আইইডি ফেলো আইপি আন্দ্রিয়াস বিশ্বাস, জাতীয় আদিবাসী পরিষদ জেলা সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, এইচআরডি আহ্বায়ক ছোটন সরদার, কাজল মার্ডি, এলিনা আগ্নেশ তৃনাসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা।