ঢাকা | জানুয়ারী ২৭, ২০২৬ - ৪:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির সভা

  • আপডেট: Tuesday, January 27, 2026 - 12:03 am

প্রেস বিজ্ঞপ্তি: গতকাল সোমবার সিসিবিভিও’র আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহায়তায় “ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি” এর আওতায় গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন এবং সঞ্চালনায় করেন সিসিবিভিও’র ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম। সিসিবিভিও’র পক্ষে কী-নোট উপস্থাপন করেন কর্মসূচি কর্মকর্তা জোসেফ হাঁসদা।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “যে সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার ৫০ বছর ধরে খাস জমিতে বসবাস করে আসছে তারা সঠিক প্রক্রিয়ায় আবেদন করলে তাদের বন্দোবস্ত দেয়া হবে, গ্রামের খাস পুকুর গ্রামের নামে লিজ দেয়া হবে, তৃতীয় পক্ষ না ধরে সরাসরি আসবেন”।

উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোহা: আব্দুল মানিক, উপজেলা মহিলাবিষয়ক অফিসার নিলুফা ইয়াসমিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাইলা শারমিন, যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা মোমিনুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সমবায় কর্মকর্তা। মুক্ত আলোচনা শেষে বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্য পেশ করেন এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়াবার প্রত্যয় ব্যক্ত করেন।