রুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গত শনিবার রাতে রুয়েটের ওয়েবসাইটে ধফসরংংরড়হ.ৎঁবঃ.ধপ.নফ এই ফল প্রকাশ করা হয়।
এর আগে গত ২২ জানুয়ারি রুয়েট ও বুয়েট কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ক গ্রুপের মোট ১৫ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে ৭ হাজার ৭০২ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। খ গ্রুপের ৪৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৪ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত তথ্য ও পরবর্তী মেধা তালিকা সম্পর্কে বিস্তারিত জানতে রুয়েটের ওয়েবসাইট ধফসরংংরড়হ.ৎঁবঃ.ধপ.নফ নিয়মিত অনুসরণ করার জন্য জানানো হয়েছে।
পছন্দক্রম প্রদান বাছাই
ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের আগামী ৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১০ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে রুয়েটের নির্ধারিত ভর্তি পোর্টালে ধফসরংংরড়হ.ৎঁবঃ.ধপ.নফ লগ-ইন করে বিভাগ পছন্দক্রম বা অনলাইন চয়েস ফরম পূরণ করতে হবে। এই সময়ের পর পছন্দক্রম পরিবর্তনের আর কোনো সুযোগ থাকবে না। প্রকৌশল বিভাগসমূহ এবং নগর অঞ্চল বিভাগের জন্য ১৩ টি পছন্দসহ একটি পছন্দক্রম পূরণ করতে হবে। তবে স্থাপত্য বিভাগের জন্য পছন্দক্রম পূরণের প্রয়োজন নেই।
রুয়েট গেস্ট হাউস ও টিচার্স ডরমেটরিতে সশরীরে উপস্থিত হতে হবে। ক গ্রুপে মেধা তালিকার ১ থেকে ১২০০ পর্যন্ত এবং খ গ্রুপে স্থাপত্য বিভাগের ১ থেকে ৩০ পর্যন্ত প্রার্থীদের নির্ধারিত দিনে উপস্থিত থাকতে বলা হয়েছে। আসন খালি থাকা সাপেক্ষে ওই দিনই ক গ্রুপে মেধা তালিকার ১২০১ থেকে ২০০০ পর্যন্ত এবং খ গ্রুপে স্থাপত্য বিভাগের ৩১ থেকে ৫০ পর্যন্ত ক্রমিকধারীদেরও ভর্তি করা হবে। এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নির্ধারিত ৫ টি আসনের বিপরীতে মেধাক্রম অনুসারে ১৮ জনকে ডাকা হয়েছে।
প্রয়োজনীয় কাগজপত্র
নির্বাচিত প্রার্থীদের আগামী ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টার মধ্যে ভর্তির জন্য যে সকল কাগজপত্রাদি আনতে হবে তা হলো- অনলাইনে পূরণকৃত প্রিন্টেড ভর্তি ফরমের কপি, মাধ্যমিক বা সমমান পরীক্ষার মূল সনদপত্র, মাধ্যমিক বা সমমানের পরীক্ষার গ্রেডশীটের মূলকপি, শিক্ষাবোর্ড র্কর্তৃক প্রদত্ত উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার গ্রেডশীটের মূলকপি, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত উচ্চ মাধ্যমকি বা সমমানের পরীক্ষার প্রশংসাপত্রের মূলকপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়ন ব্যতীত, স্বাক্ষর সম্বলিত রুয়েটের লিখিত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র। এছাড়াও সংরক্ষিত আসনে ভর্তির জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রদত্ত সার্টিফিকেট, উপজাতি বা ক্ষুদ্র জাতিসত্তা বা নৃ-গোষ্ঠীর গোত্রের মোড়ল বা হেডম্যান বা গোত্র প্রধান প্রদত্ত সার্টিফিকেট যা স্থানীয় থানার নির্বাহী অফিসার বা জেলা প্রশাসক কর্তৃক সত্যায়িত হতে হবে।
স্বাস্থ্য পরীক্ষা ও ভর্তি ফি
সনদপত্র যাচাইয়ের পর একই দিনে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টার থেকে ব্লাড গ্রুপ টেস্ট রিপোর্ট সাথে রাখা বাধ্যতামূলক। মেডিকেল টেস্টের দিন চশমা ব্যবহারকারী শিক্ষার্থীদের চশমা সাথে আনতে হবে। ভর্তি পরীক্ষার ওয়েব সাইট থেকে স্বাস্থ্য পরীক্ষার নির্ধারিত ফরম ডাউনলোড করা যাবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য বিবেচিত প্রার্থীদের পরবর্তী দিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি দুপুর ২টার মধ্যে ভর্তি ফি বাবদ ১৮ হাজার ৫০০ টাকা রুয়েটে অবস্থিত রূপালী ব্যাংক পিএলসি রুয়েট শাখায় জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে কোন প্রার্থী ভর্তির দিন ভর্তি কার্যক্রম সমাপ্ত করে একই দিনে ভর্তির জন্য নির্ধারিত ফি নির্ধারিত ব্যাংকে জমা দিতে
পারবেন।











