রাজশাহীতে ড্রেন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে গতকাল রোববার সকালে ড্রেন থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকাল সাড়ে ৯টার দিকে ভাটাপাড়ায় অবস্থিত কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার উত্তর-পশ্চিম কোণের একটি ড্রেনে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি রাজপাড়া থানা পুলিশকে জানান।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ওই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক জানান, মরদেহের উপরের অংশ ড্রেনের মধ্যে ঢুকেছিল৷ আর পা উপরের দিকে। ধারনা করা হচ্ছে তিনি প্রস্রাব করতে গিয়ে মারা গেছেন। তার শরীরের আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।
তিনি জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে৷ মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত করা হবে।











