ঢাকা | জানুয়ারী ২৬, ২০২৬ - ৫:১৯ পূর্বাহ্ন

মাদক ও জুয়াবিরোধী অভিযানে ৬ জনসহ গ্রেপ্তার ৩৩

  • আপডেট: Monday, January 26, 2026 - 12:25 am

স্টাফ রিপোর্টার: মহানগরীতে পৃথক মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে রাজপাড়া ও বোয়ালিয়া থানা পুলিশ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া অন্যান্য মামলায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।

গত শনিবার রাতে পরিচালিত অভিযানে রাজপাড়া থানা পুলিশ ১ জন মাদক কারবারি এবং বোয়ালিয়া থানা পুলিশ ৫ জন জুয়ারিকে গ্রেপ্তার করে। অভিযানে মোট ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ সেট প্লে-কার্ড (তাস) উদ্ধার করা হয়। এছাড়া জুয়ার আসর থেকে নগদ ৫ হাজার ৫শ ২০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রাব্বী (২৫), মোস্তফা হোসেন (৪০), নয়ন কুমার ঘোষ (৪৪), প্রশান্ত কুমার ঘোষ (৪৫), মোহন দাস (৪৩) এবং টুটুল কুমার ঘোষ (৪৫)। রাব্বী রাজশাহী মহানগরীর দামকুড়া থানার মধুপুর ধুতরাবন এলাকার জিয়ারুলের ছেলে। মোস্তফা হোসেন মৃত আব্দুস সাত্তারের ছেলে, নয়ন শুকুমার ঘোষের ছেলে, প্রশান্ত মৃত প্রভাত চন্দ্র ঘোষের ছেলে এবং মোহন মৃত রবি দাসের ছেলে। তারা সবাই বোয়ালিয়া থানার কুমারপাড়া এলাকায় বসবাস করেন। টুটুল একই থানার টিকাপাড়া এলাকার সুনীল চন্দ্র ঘোষের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।