ঢাকা | জানুয়ারী ২৬, ২০২৬ - ৫:৩৭ পূর্বাহ্ন

পুঠিয়ায় তিনজনসহ সড়কে ঝরল ৮ প্রাণ

  • আপডেট: Monday, January 26, 2026 - 12:52 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন, ধামইরহাট উপজেলায় বেপরোয়া বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মানসিক ভারসাম্যহীন এক নারী, শনিরআখড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন, ঢাকা-রংপুর মহাসড়কের ফাসিতলা-কলাহাটি এলাকায় অটোভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুজনসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে।

পুঠিয়া প্রতিনিধি জানান, রাজশাহীর পুঠিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে পুঠিয়ার পোল্লাপুকুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত ইসলাম। অপর ২ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। শান্ত নিহতের ঘটনায় রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়। পুলিশ জানায়, বিকেলে একটি অটোরিকশা পুঠিয়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে মুখোমুখি ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় রিকশা। এতে ঘটনাস্থলেই শান্ত মারা যান। এছাড়া হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরেক নারী ও একজন ব্যক্তি মারা যান। এদিকে ঘটনার পরে পুলিশের দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। রাজশাহী হাইওয়ে থানার (ওসি) মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে এক শিক্ষার্থী মারা যায়। বাকিদের উদ্ধার করে রামেকে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছাত্ররা আন্দোলন করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মামলা করা হবে।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর ধামইরহাট উপজেলায় বেপরোয়া বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মানসিক ভারসাম্যহীন একজন নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোরে উপজেলার আমাইতাড়া বাজার এলাকায় এমএম সরকারি ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত ঘাতক চালক ও চালকের সহকারী পলাতক রয়েছে। জানা গেছে, গতকাল রোববার ভোরে জয়পুরহাট জেলা থেকে আসা বালুবাহী কয়েকটি ড্রাম ট্রাক বেপরোয়া গতিতে উপজেলার আত্রাই নদীতে বালু নেয়ার জন্য যাচ্ছিল। পথে আমাইতাড়া বাজারে একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি চা স্টলের ওপর দিয়ে এমএম ডিগ্রি কলেজের সীমানা প্রাচীর ভেঙে কলেজ মাঠে ঢুকে পড়ে। এতে রাস্তার পাশে ওই চায়ের দোকানে শুয়ে থাকা অজ্ঞাত একজন মানসিক ভারসাম্যহীন নারী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মুত্যুবরণ করেন। পরে খবর পেয়ে থানা পুলিশ এবং স্থানীয় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে, রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাতে শনিরআখড়া প্রধান সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার মাহিনন্দা মাঝপাড়া গ্রামের হারুন অর রশীদের ছেলে খায়রুল হোসেন কামরুল (২০) এবং ফয়েজ উদ্দিনের ছেলে মো. ইয়াসিন (২৭)। খায়রুল ভাসানটেক সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং ইয়াসিন পেশায় মোটরসাইকেল ক্রয়-বিক্রয় ব্যবসায়ী ছিলেন। নিহতদের বন্ধু মাহাদি ইসলাম জানান, রাতে মোটরসাইকেলে করে শনিরআখড়া এলাকা দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী মুরগিবাহী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাসপাতালে আনার পর রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মারা যান মো. ইয়াসিন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

অন্যদিকে, গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের ফাসিতলা-কলাহাটি এলাকায় অটোভ্যান ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ থেকে একটি আলুবোঝাই অটোভ্যান ফাসিতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে অটোভ্যানটি ফাসিতলা কলাহাটিতে পৌঁছলে বিপরীত দিক থেকে একটি ট্রাক্টর তেল নিয়ে উল্টো পথে যাচ্ছিল। এতে ট্রাক্টর ও অটোভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের মালিক মুনছুর আলী ও হেলপার রানা মিয়ার মৃত্যু হয়। নিহতদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জে। গত শনিবার রাতে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে যায়।