ঢাকা | জানুয়ারী ২৬, ২০২৬ - ৫:২০ পূর্বাহ্ন

পবায় শ্রেষ্ঠ অধ্যক্ষ কাশিয়াডাঙা কলেজের আবদুল করিম

  • আপডেট: Monday, January 26, 2026 - 12:33 am

স্টাপ রিপোর্টার: নগরীর পশ্চিম প্রান্তে অবস্থিত কাশিয়াডাঙা কলেজের অধ্যক্ষ আবদুল করিম রাজশাহীর পবা উপজেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষের ( প্রতিষ্ঠান প্রধান-কলেজ পর্যায়ে) পুরস্কার পেয়েছেন।

জাতীয় শিক্ষা সপ্তাহে ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তার হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। গতকাল রোববার পবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওহাটা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদ আলী, বশিরাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইয়াহিয়া, অ্যাকাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ বিভিন্ন বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।