ঢাকা | জানুয়ারী ২৬, ২০২৬ - ৫:৩৮ পূর্বাহ্ন

তানোরে বোনকে পিটিয়ে পাঁ ভেঙে দিল ভাই

  • আপডেট: Monday, January 26, 2026 - 12:44 am

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে বাবার সম্পত্তির ভাগ চাওয়ায় এক বোনকে পিটিয়ে পাঁ ভেঙ্গে দিয়েছে এক ভাই। গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় বোন লাভলী বেগমকে (৩৫) উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত শনিবার বিকালে ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউপির নড়িয়াল গ্রামে। মারপিটের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় আহত বোনের স্বামী নড়িয়াল গ্রামের মৃত আজিজুর রহমানের পুত্র মজিবর ওরফে বাচ্চু বাদি হয়ে ওই আহত বোনের ভাই নড়িয়াল গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র সনেট (৪৫), সনেটে পুত্র ফয়সাল (২৪), সনেটের স্ত্রী ফাতেমা (৪০) ও সনেটের ভাতিজা আব্দুস সালামের পুত্র ফরিদকে (২৮) আসামী করে তানোর থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহার, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাবার সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছিলো। প্রায় ১ মাস আগে গ্রামের লোকজন নিয়ে সম্পত্তির ভাগ করা হয়। গত শনিবার বিকেলে বোন ফাতেমা বেগম তারকাটার বেড়া দিয়ে ঘেরার চেষ্টা করেন। এসময় ভাই সনেট খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোনকে লোহার সাবল দিয়ে বোনকে বেধড়ক ভাবে মারপিট করে পাঁ ভেঙে রক্তাক্ত জখম গুরুতর আহত অবস্থায় মাটিতে ফেলে রাখেন। এমন মারপিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিও মারপিটের এমন দৃশ্য ও মাটিতে আহত অবস্থায় বোনকে পড়ে থাকতে দেখা যাচ্ছে। ভিডিও’র কমেন্টে সবাই ভাই সনেটের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

এসময় ওই বোনের ডাক চিৎকারে স্বজন ও গ্রামের লোকজন এসে গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকা বোনকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এমন বেধড়ক মারপিটে পাঁয়ের হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি ধারালো হাসুয়া দিয়ে উভয় পায়ে একাধিক কোপ দেয়া হলে গভীর জখম হয় এবং এক স্থানে সেলাই দিতে হয়। এছাড়া লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধরের ফলে শরীরের বিভিন্ন স্থানে ফোলা, ছিলা ও কালশিরা জখম হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহারে আরও বলা হয়, আহত নারী মাটিতে পড়ে গেলে তার পরনের কাপড় টানা-হেঁচড়া করে শ্লীলতাহানি করা হয়। এ সময় তার গলায় থাকা আনুমানিক তিন আনা ওজনের স্বর্ণের মালা এবং দুই কানে থাকা প্রায় পাঁচ আনা ওজনের স্বর্ণের কানের রিং ছিনিয়ে নেয়া হয়, যার আনুমানিক মূল্য এক লাখ বিশ হাজার টাকা। এবিষয়ে কলমা ইউপির বিট অফিসার তানোর থানার এসআই আনোয়ার হোসেন বলেন, থানায় দায়েরের জন্য এজাহার লিখা হয়েছে, ওসি স্যার রাজশাহীতে মিটিং এ আছেন। ওসি স্যার আসলে স্যারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।