ঢাকা | জানুয়ারী ২৬, ২০২৬ - ৫:৩৭ পূর্বাহ্ন

জমজমাট ভোটের প্রচারণা, প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের

  • আপডেট: Monday, January 26, 2026 - 12:49 am

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহীসহ এর আশপাশের বিভিন্ন আসনে জমজমাট প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। হাট-ঘাট-মাঠ থেকে শুরু করে পাড়া-মহল্লা সবখানেই ব্যস্ত সময় পার করছেন তারা।

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ততই বাড়ছে। মিছিল-সমাবেশে ভোটারদের নানা প্রতিশ্রুতির ফুলঝুরি শোনাচ্ছেন প্রার্থীরা।

বিএনপি, জামায়াতে ইসলামী ও এবি পার্টির প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করছেন। ব্যানার, পোস্টার, লিফলেট বিতরণ ও পথসভায় মুখর হয়ে উঠেছে নগরীর অলিগলি।

রাজশাহী-১

রাজশাহীর তানোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পাড়া মহল্লায় গণসংযোগ ও পথসভা করেছেন রাজশাহী-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীন। গতকাল রোরবার সকাল থেকে কালীগঞ্জ বাজার, কাশিমবাজার, তানোর সদর, চাপড়া ও তালন্দ বাজারের বিভিন্ন এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই গণসংযোগ ও নির্বাচনি পাটি অফিস উদ্বোধন করেন তিনি। এ সময় সাথে ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, রাজশাহী জেলা বিএনপির সদস্য তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা বিএনপি আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী।

রাজশাহী-৩

আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। গতকাল রোববার সকাল থেকে মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের কামারপাড়া এলাকা থেকে তিনি নির্বাচনি গণসংযোগ শুরু করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে অংশ নেন। গণসংযোগকালে এডভোকেট মিলন বলেন, মোহনপুরের সব শ্রেণি-পেশার মানুষ ধানের শীষের পক্ষে কাজ করছেন এবং তারা এখন ঐক্যবদ্ধ। তিনি অভিযোগ করেন, কিছু দল ধর্মীয় বিষয়কে নির্বাচনের সঙ্গে যুক্ত করে মানুষের অনুভূতি নিয়ে রাজনীতি করছে। তিনি বলেন, কিছু দল নির্বাচন নিয়ে খেলা করেই ক্ষান্ত হয়নি, তারা মানুষের মধ্যে বেহেশতের টিকিট বিক্রি করছে। মানুষের ঈমান-আমান নিয়ে ছিনিমিনি খেলা থেকে বিরত থাকা উচিত। গণসংযোগ চলাকালে বিভিন্ন ওয়ার্ডে তাকে দেখতে ও বক্তব্য শুনতে নারী-পুরুষের ভিড় দেখা যায়। অনেক প্রবীণ ব্যক্তি তাকে দোয়া করেন এবং সমর্থনের আশ্বাস দেন। এ সময় স্থানীয়রা অভিযোগ করেন, তাদের এলাকার রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। তারা দাবি করেন, বিএনপি আমলে নির্মিত অনেক রাস্তা পরবর্তীতে সংস্কারের নামে অবহেলা ও দুর্নীতির শিকার হয়েছে, ফলে তারা দুর্ভোগে আছেন। এ বিষয়ে মিলন নির্বাচিত হলে দ্রুত সমাধানের আশ্বাস দেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুবুর আর রশিদ, মোহনপুরের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির আবিদুল মালেক, সাধারণ সম্পাদক আনসার আলী মৃধাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে, নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী। এরই অংশ হিসেবে গতকাল রোববার সকালে মোহনপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনি গণসংযোগ করছে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। গণসংযোগে তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এরপর গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে দুপুর ২টায় পবা উপজেলার বড়গাছী ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করেন অধ্যাপক আবুল কালাম আজাদ। পথসভায় তিনি বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। তিনি দাবি করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন থাকলে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। গণসংযোগ চলাকালে বিভিন্ন ওয়ার্ডে নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেক প্রবীণ ব্যক্তি প্রার্থীকে কাছে পেয়ে দোয়া করেন এবং সমর্থনের আশ্বাস দেন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তারা তাদের দীর্ঘদিনের অবহেলিত সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা উল্লেখ করে তারা অভিযোগ করেন, বহু রাস্তা সংস্কারের নামে অবহেলা ও দুর্নীতির শিকার হয়েছে। ফলে প্রতিদিন চলাচলে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান তারা।

নওগাঁ-৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ রেজাউল ইসলাম বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ মন খুলে উৎসব মুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। তাই সকল নেতাকর্মী এবং এলাকাবাসীর প্রতি আমার অনুরোধ আপনারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে জোটবদ্ধ হয়ে গণতন্ত্র ও দেশের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিবেন। গতকাল রোববার দুপুরে রাণীনগর উপজেলার কুজাইল বাজার এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, সাবেক সভাপতি আল-ফারুক জেমস্, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ।

নাটোর-১

নাটোরের লালপুরে বিএনপি’র বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর পক্ষে বিশাল গণ মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে উপজেলার ওয়ালিয়া বাজার ঈদগাহ মাঠ থেকে একটি গণ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মুনজুরুল ইসলাম বিমল, স্বেচ্ছাসেবক দল নেতা মুনসুর রহমান, ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, ওয়ালিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মৃধা ও লালপুর থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আতিকুল্লাহ বিশ্বাস গ্যাদা।