কর্মসংস্থান গড়বেন মিনু, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা চান ডা. জাহাঙ্গীর
স্টাফ রিপোর্টার: রাজশাহী-০২ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, আমাদের প্রথম কাজ হবে হারিয়ে যাওয়া সেই সুন্দর ও নিরাপদ রাজশাহীকে পুনরায় ফিরিয়ে আনা। তরুণ প্রজন্মের জন্য আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে।
গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নগরীর ২৮ নং ওয়ার্ডের তালাইমারী মোড়সহ বিভিন্ন পাড়া-মহল্লায় এ গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। মিনু আরো বলেন, আমরা ভারতের হায়দ্রাবাদ এবং সুদানের ট্রাকম সিটির মতো রাজশাহীকে একটি আইটি শহর হিসেবে গড়ে তুলবো। যাতে যুবকদের ব্যাপক কর্মসংস্থান হয় এবং বিদেশেও তাদের কাজের সুযোগ সৃষ্টি হয়।
এ ছাড়া প্রতিটি মায়ের হাতে আমরা ‘ফ্যামিলি কার্ড’ তুলে দিতে চাই, কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই। যাতে মায়েরা সরাসরি চাল, ডাল, তেল, মাংস ও সাবানের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলোর অধিকার নিশ্চিত করতে পারেন। এ জন্য তিনি উপস্থিত সবাইকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানান।
এর আগে তিনি নেতাকর্মীদের নিয়ে মোনাজাত করেন। মোনাজাতের পর তিনি গণসংযোগ শুরু করেন। এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে। ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে ওই এলাকা।
২৮ নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুন, সহ-সভাপতি এড. ওয়ালিউল হক রানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, রাজশাহী মহানগর যুবদলের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রবিউল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মতিহার থানা বিএনপির সভাপতি একরামুল, সাধারণ সম্পাদক আল মামুন, ২৮ নং ওয়ার্ড পশ্চিমের মোক্তার, সাধারণ সম্পাদক মুকুল, ২৮ নং ওয়ার্ড পূর্বের সভাপতি টুটুল ও সাধারণ সম্পাদক শুকুর, ছাত্রদল নেতা এমদাদুল হক লিমনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেছেন, দাঁড়িপাল্লা প্রতীক এখন জনমানুষের প্রতীকে পরিণত হয়েছে। প্রচারণায় ব্যাপক সাড়া মিলছে। মানুষ এবার ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।
গতকাল রোববার সকাল থেকে নগরীর নওদাপাড়া পাইকারি মাছের বাজার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন। তিনি বলেন, নগরীর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা বহু আগ থেকেই কাজ শুরু করেছি। আমরা নির্বাচিত হলে এই চিকিৎসা কর্মযজ্ঞকে আরো বৃহৎ আকারে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আমরা সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের মানুষের অর্থলোপাট বন্ধ করবো, জনগণের জন্য সরকারি বরাদ্দ অর্থ জনগণের কাজেই ব্যয় হবে। মানুষ ন্যায্যতার ভিত্তিতে তাদের অধিকার ফিরিয়ে পাবে। অন্যায়, জুলুমকারী চাঁদাবাজ থাকবে না। নিরাপদ নগর বাসযোগ্য নগরী গড়ে উঠবে। তিনি বলেন, মানুষ এখন রাজনীতি নিয়ে সচেতন। গণসংযোগে তাদের সাথে কথা বলে বোঝা যাচ্ছে তারা আর কোনো ভুল করবেন না। জেনেশুনেই দাঁড়িপাল্লাতেই ভোট দেবেন। শান্তিপ্রিয় এই নগরীর মানুষ শান্তি চাই। রাহাজানি হানাহানি, দখলদারি আর কেউ করতে পারবে না।











