ঢাকা | জানুয়ারী ২৬, ২০২৬ - ৫:৩৮ পূর্বাহ্ন

অপরাধ দমনে আপসহীন, প্রশংসায় ভাসছেন বাগমারার ইউএনও

  • আপডেট: Monday, January 26, 2026 - 12:55 am

আবু বাককার সুজন, বাগমারা থেকে: বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম অসহায়দের ক্ষেত্রে মানবিক আর অপরাধ দমনে কঠোরভাবে সোচ্চার। উপজেলা প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বে থেকেও ভিন্নধর্মীয় এই দু’টি গুণ জনগণের কাছে প্রতিফলিত হওয়ায় উপজেলাজুড়ে এখন প্রশংসায় ভাসছেন এই মানবিক ইউএনও।

উপজেলার বিভিন্ন শ্রেণি- পেশার একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের মানবিক হস্তক্ষেপে অনেক অসহায় পরিবার উপকৃত হয়েছেন। অপরদিকে অবৈধ পুকুর খনন ও অবৈধ ইটভাটা বন্ধ, ঘুস-দুর্নীতি রোধ এবং মাদক বিরোধী তৎপরতাসহ বিভিন্ন ক্ষেত্রে অপরাধ দমনে সোচ্চার ভূমিকা পালন করায় এক সময়ের অশান্ত বাগমারায় এখন শান্তির সুবাসাত বইতে শুরু করেছে। সেই সাথে উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার সাধারণ জনগণের মাঝে ফিরে এসেছে স্বস্তি।

সূত্রমতে, সম্প্রতি ভবানীগঞ্জ নিউমার্কেটের স্বর্ণ ব্যবসায়ী হেদায়েতীপাড়া মহল্লার আবুল কালামের বসতবাড়ির দরজার সামনে প্রতিবেশি ইসরাইল হোসেন ও তার ভাই শরিফুল ইসলাম ইট গেঁথে প্রাচীর দিয়ে ওই বাড়িতে প্রবেশের পথ বন্ধ করে দেন। এ কারণে ২১ দিন নিজ বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েন ভুক্তভোগী ওই পরিবার। এই ঘটনায় রাজশাহীর শীর্ষস্থানীয় দৈনিক সোনালী সংবাদে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হলে তা ইউএনও মাহবুবুল ইসলামের নজরে আসে।

এরপর তাৎক্ষণিকভাবে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ইসরাইল হোসেনকে আটক করেন এবং ইউএনও’র নির্দেশে ওই বসতবাড়ির সামনে থেকে অবৈধ ইটের প্রাচীর ভেঙে সরিয়ে নেয়া হলে অবরুদ্ধ ওই পরিবার মুক্ত হয়। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হস্তক্ষেপে ২১ দিন পর নিজ বাড়িতে বন্দিদশা থেকে মুক্তি পাওয়ায় ভুক্তভোগী ওই পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এছাড়া মাড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন যাত্রাগাছী গুচ্ছগ্রামে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেয়ার প্রলোভন দিয়ে বখাটে বাবুল হোসেন কাঁঠবাড়ী গ্রামের তালাকপ্রাপ্ত আংগুরি বিবি নামে এক অসহায় নারীর কাছে থেকে দশ হাজার টাকা ঘুস নেন। এই ঘটনায় দৈনিক সোনালী সংবাদে সংবাদ প্রকাশের পর ইউএনও ওই অসহায় নারীকে ডেকে তার নামে ছয় হাজার টাকা এবং দুই বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেয়ার জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেন। ইউএনও মাহবুবুল ইসলামের মানবিক হস্তক্ষেপে মাথা গুজার ঠাঁয় পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই অসহায় নারী।

অপরদিকে তাহেরপুর পৌরসভার ডা. সাব্বির ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বিষপানে আহত সুশান্ত কুমার নামে এক রোগীর চিকিৎসা খরচ ৬৭ হাজার টাকা পরিশোধ করতে না পারায় ছয়দিন ধরে ওই রোগীকে ক্লিনিকে আটকে রাখা হয়। বিষয়টি সোশ্যাল প্লাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে তা প্রশাসনের নজরে আসে। অবশেষে ইউএনও মাহবুবুল ইসলামের হস্তক্ষেপে বিল অর্ধেক কমিয়ে ওই রোগীকে ক্লিনিক থেকে মুক্ত করা হয়।

এদিকে ইউএনও মাহবুবুল ইসলাম সম্প্রতি ভবানীগঞ্জ খাদ্যগুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমান পচা ও নিম্নমানের চাল মজুত করার দায়ে ওই খাদ্যগুদামের উপপরিদর্শক বাচ্চু মিয়াকে প্রথমে সাময়িকভাবে বরখাস্ত করেন। পরে তাকে স্থায়ীভাবে চাকুরিচ্যূত করা হয়। তাহেরপুর কলেজ চত্বরের ভেতরে ও কলেজের চারদিকে সাতটি পুকুরসহ প্রায় তিন একর ভিপি সম্পত্তি অবৈধ দখল থেকে উদ্ধার করেন ইউএনও মাহবুবুল ইসলাম। ব্যাগভর্তি গাঁজাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন ও আব্দুল হাকিমকে ভ্রাম্যমান আদালতে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন ইউএনও মাহবুবুল ইসলাম।

গ্রাহকের টাকা আত্নসাতের অভিযোগে বেসরকারি এনজিও সেবা সোসাইটি’র সভাপতি মামুনুর রশিদকে এবং আল-বায়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মাস্টার আক্কাছ আলী ও তার ছেলে সাধারণ সম্পাদক রায়হান আলীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান ইউএনও মাহবুবুল ইসলাম।

এদিকে অভিযান চালিয়ে বাগমারার বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ড্রাম চিমনির ছয়টি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়ে বন্ধ করে দেন ইউএনও মাহবুবুল ইসলাম। এছাড়া বাসুপাড়া ইউনিয়নের নাককাটি বিলে আব্দুস সাত্তার, তাহেরপুর পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুল ইসলাম শ্রীপতীপাড়া গ্রামে এবং ঝিকরা ইউনিয়নের আমজাদ হোসেন ও আব্দুর রাজ্জাক নামকান গ্রামে তিন ফসলি কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন কাজ শুরু করলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাঁচ জনের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড, ৫০ হাজার করে মোট ১২ জনের ছয় লাখ টাকা জরিমানা এবং ড্রেজার (ভেকু) ভেঙে অকার্যক্রর করে দিয়ে অবৈধভাবে পুকুর খনন বন্ধ করে দেয়া হয়। ইউএনও মাহবুবুল ইসলামের এমন কঠোর পদক্ষেপে বাগমারায় বর্তমানে পুকুর খনন পুরোদমে বন্ধ হয়ে গেছে।