সাংবাদিক সানোয়ারের দাফন সম্পন্ন
গোদাগাড়ী প্রতিনিধি: গোদাগাড়ীর সাংবাদিক পলাশের দাফন সম্পন্ন হয়েছে। জানাজা ও দাফনে মরহুমের পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
গতকাল শনিবার সকাল সাড়ে দশটায় পিরোজপুর ফুটবল মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পাশের কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। জানাজায় যোগ দিয়ে বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী মহানগর সভাপতি রফিকুল ইসলাম বলেন, সেলিম সানোয়ার পলাশ সাংবাদিকতায়, সমাজকর্মে আমাদের অনপ্রেরণার মডেল হয়ে থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, সুলতানুল ইসলাম তারেক ও উপজেলা জামায়াতের আমির নোমায়ন আলি মাস্টারসহ বিএনপি জামায়াতের অসংখ্য নেতাকর্মী।










